• ঢাকা
  • | বঙ্গাব্দ
.

চাঁদার হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি: ফয়জুল করীম


FavIcon
মোঃ আবু সাইদ
নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম চাঁদাবাজি, ঘুস-দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম-অত্যাচার এখনো চলছে। চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি।সোমবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজনে এই সম্মেলন হয়।

চরমোনাই পির আরও বলেন, এখনো হাজার হাজার নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। অফিসগুলোতে ঘুস-দুর্নীতি শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজ, চোর নেতার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন হতে পারে না। দুর্নীতি বন্ধ করতে হলে আদর্শবান নেতা প্রয়োজন। এ জন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নীতিবান নেতা হিসেবে তৈরিতে কাজ করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি তানভীর আহমেদ শোভনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার।