প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2025 ইং
হঠাৎ উধাও হাসনাত-সারজিস-সাদিকের ফেসবুক আইডি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার (১ জানুয়ারি) রাত ৯টার পর থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক আইডি খুঁজে না পাওয়ার ঘটনা ঘটে।
প্রথম হাসনাত আবদুল্লাহর আইডি ডিজেবল দেখায়, এরপর সারজিস আলম ও সাদেক কায়েমের আইডিও ডিজেবল দেখায় ফেসবুক।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বক্তব্য জানা যায়নি।
তবে ঢাবি শিবির সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি একটি মাধ্যমে জানতে পেরেছেন— একটি সাইবার গ্রুপ ফেসবুকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডিতে হামলা চালাচ্ছে। সেই লিস্টে তার নাম থাকায় তিনি আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। সাইবার হামলা থামলে তিনি আবার আইডি অ্যাক্টিভেট করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি