প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2025 ইং
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বোর্ডের স্ক্রিনে হঠাৎ করে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা। এ নিয়ে ফেনীতে চলছে তোলপাড়।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ লেখে ভেসে থাকে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে মসজিদের অফিস সহকারীকে দিয়ে স্ক্রল বন্ধ করান।মসজিদের বিলবোর্ডে এমন স্ক্রল দেখে মুসল্লি ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, দুপুর আড়াইটার দিকে আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি এসে দেখি স্ক্রিনে লেখাটি চলছে। আমি এসে তখন বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভ করি। এরপর স্থানীয় জনগণ এসে বিক্ষোভ করলে মসজিদের অফিস সহকারী জমির উদ্দিন এসে সুইচ অফ করে স্ক্রল বন্ধ করেন।
ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, পতিত আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলন দমাতে না পেরে এখন ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য মসজিদকে বেছে নিয়েছে। তাদের এ কুমতলব ফেনীর জনগণ রুখে দিবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন। অ্যাপসের মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি