প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2025 ইং
জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার (২৮ ডিসেম্বর) শেষ দিন আলোচনা করা হয় ‘গুম-খুন-জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ নিয়ে।
শনিবারের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।
এ সময় আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই বিচার শেষ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।
চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।
এদিক যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।
সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি