ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, "কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলব যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা, সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোন ক্ষোভ থাকতে পারে। আপনারা কোনদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না।"
সম্প্রতি জামায়াত নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে" —এ ধরনের মন্তব্য কেবল শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।
রাজধানীর সূত্রাপুরে মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইশরাক অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে চক্রান্ত করছে এবং একটি ‘কিংস পার্টি’ তৈরির চেষ্টা চালাচ্ছে। সরকারি দপ্তরে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দালাল শ্রেণি সৃষ্টি করে তারা জনগণের স্বার্থ উপেক্ষা করছে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তবে জনগণ সচেতন এবং বিএনপি জিয়াউর রহমানের আদর্শে অনড় থেকে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে।
"আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না," উল্লেখ করে ইশরাক বলেন, "আমাদের লক্ষ্য দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষা করা। বর্তমান সরকারের চক্রান্ত ব্যর্থ করে জনগণের স্বার্থে বিএনপির লড়াই অব্যাহত থাকবে।"